রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একদিনের জন্য পেশা বদলাবেন। একদিনের জন্য পুরোদস্তুর একজনের শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হবেন। পড়াবেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের।
১ সেপ্টেম্বর ইউরোস্লাভেল শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করবেন পুতিন। প্রেসিডেন্টের দপ্তরের একটি সূত্র এসব তথ্য জানিয়েছে। রাশিয়ায় নয়া শিক্ষাবর্ষ শুরু হবে।
পুতিন ছাত্র-ছাত্রীদেরকে কোন বিষয়ে পড়াবেন তা স্পষ্ট নয়। কেউ কেউ বলছেন, পুতিনের ক্লাসে যেসব ছাত্র-ছাত্রী উপস্থিত থাকবেন তারা সৌভাগ্যবাদ হিসেবেই বিবেচিত হবেন। তারা বলতে পারবেন আমি প্রেসিডেন্ট পুতিনের কাছে পড়েছি!