জাপানের ওপর দিয়ে ব্যালিস্টিক ক্ষেপাস্ত্র পরীক্ষার পর উত্তর কোরিয়ার নিন্দা প্রকাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর এক জরুরি বৈঠকে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য সর্বসম্মতভাবে বলেছে, কোরিয় দ্বীপে শান্তি ও স্থিতিশীলতা নস্যাৎ করার জন্য ইচ্ছাকৃতভাবে পিয়ংইয়ং এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। নিরাপত্তা পরিষদ দাবি করেছে- ওই অঞ্চলে এবং আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা কমানোর জন্য পিয়ংইয়ংকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
গতকাল (মঙ্গলবার) উত্তর কোরিয়া হোসাং-১২ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় যা পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম। ক্ষেপণাস্ত্রটি জাপানের ওপর দিয়ে ২,৭০০ কিলোমিটার পথ পেরিয়ে প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে। এ ঘটনার পর জাপান ও আমেরিকাসহ বহু দেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে।
অন্যদিকে, নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক অঙ্গনের প্রতিবাদ এবং ক্ষোভ প্রকাশ সত্ত্বেও নিজের অবস্থানে অনড় রয়েছে উত্তর কোরিয়া। দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, হোসাং-১২ ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন নেতা কিম জং উন এবং এ ধরনের আরো ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য তিনি দেশের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।