উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন জাপানের ওপর দিয়ে আরো ক্ষেপণাস্ত্র ছোঁড়া হবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন। এ ছাড়া, উত্তর কোরিয়ার এ ধরণের ক্ষেপণাস্ত্র ছোঁড়াকে মামুলি ‘পর্দা-উন্মোচন’ বলেও দাবি করেছেন তিনি। পিয়ংইয়ংয়ের গতকালের ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে জাতিসংঘ নিন্দা জানানোর এবং আমেরিকা কঠোর হুমকি দেয়ার পর এ বক্তব্য দিলেন তিনি।
এ ছাড়া, এই প্রথম জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর কথা স্বীকার করল উত্তর কোরিয়া। কিমের বরাত দিয়ে এ খবর দিয়েছে উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ। এতে বলা হয়েছে, প্রশান্ত মহাসাগরকে লক্ষ্য করে ভবিষ্যতে আরো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে পিয়ংইয়ং। গুয়ামে মার্কিন অগ্রবর্তী ঘাঁটির ওপর আঘাত হানার পূর্ব প্রস্তুতি হিসেবেও গতকালের ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে অভিহিত করেন তিনি।
তিনি বলেন, আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া পিয়ংইয়ংয়ে হামলার প্রস্তুতি হিসেবে যে সামরিক মহড়া চালাচ্ছে তার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে উত্তর কোরিয়া।