Search
Close this search box.
Search
Close this search box.

mosarrof-korimঅভিনেতা মোশাররফ করিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুবাইলের একটি নাটকের শুটিং চলাকালীন সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। এখন হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) আছেন তিনি।

অসুস্থ হবার আগে তিনি ঈদে প্রচারের লক্ষে নির্মিত ‘জমজ ৮’ নাটকের শুটিং করছিলেন। নাটকটির সার্বিক তত্ত্বাবধানে থাকা অরণ্য পাশা জানান, পুবাইলে নাটকটির শেষ অংশের শুটিং চলছিল। মঙ্গলবার রাতে মোশাররফ করিম ভাই একটু দেরি করেই শুটিং সেটে এসে উপস্থিত হন। এরপর রাত ১ টার দিকে তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করতে থাকেন।

chardike-ad

তিনি আরো জানান, মোশাররফ ভাইয়ের শারীরিক অবস্থা দেখে শুটিং ইউটিনিটের সবাই ঘাবড়ে যায়। দ্রুত তাকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে আসা হয়। রাত ২ টার দিকে তাকে হাসপাতালের সিসিইউতে নেয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, হঠাৎ পেসার হাই হওয়াতেই এমনটা হয়েছে। এখন তিনি আশঙ্কা মুক্ত। তবে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে।