প্রথমবারের মতো বাংলাদেশের কাছে হেরেছে অস্ট্রেলিয়া। যেখানে ব্যাট-বল হাতে দুর্দান্ত অলরাউন্ড পারফর্ম দেখিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সেটা চোখ এড়ায়নি ক্রিকেট অস্ট্রেলিয়ারও। এজন্য দেশটির ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে সাকিবকে প্রশংসায় ভাসানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র ৫০তম টেস্ট। তবে অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম। অথচ সেই টেস্টে কিনা ব্যাট-বলে নেতৃত্ব দিয়ে অনেকটা সাকিবের একক নৈপুণ্যে ম্যাচটি জিতে নিল বাংলাদেশ।
মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে করেছিলেন ৮৬ রান, আর বল হাতে নিয়েছিলেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হলেও ৫ উইকেট নিয়ে একাই অস্ট্রেলিয়াকে ধসিয়ে দিয়েছেন।