Search
Close this search box.
Search
Close this search box.

bangladesh-celebrateঅবশেষে এলো জয়। দীর্ঘ ১১ বছর পরে মুখোমুখি হয়ে প্রথম টেস্টেই কাঙ্খিত জয় তুলে নিয়েছে মুশফিক বাহিনী। প্রথম ম্যাচের চতুর্থ দিনে ২০ রানের জয় তুলে নেয় সাকিব-তামিমরা। এর আগে বিশ্বের অন্যতম শক্তিশালী দলটিকে এক দিনের ম্যাচে হারালেও এবারই প্রথম টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ।

কার্যত নিজেদের ৫০তম ম্যাচে দলকে ২০ রানের দারুণ এক জয় উপহার দিলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এক অর্ধশতক ও ১০ উইকেট নিয়েছেন সাকিব। আর দুই ইনিংসেই অর্ধশতক পেয়েছেন তামিম।

chardike-ad

তবে জয়ে তামিম-সাকিবের ভূমিকা মূখ্য হলেও উদযাপনে সবারই সমান অংশগ্রহণ ছিল। জয় উদযাপনে মাঠে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। সেই খবর সংবাদমাধ্যমের কল্যাণে অনেকেই জানেন। লাইভ খেলা দেখার সময়ও প্রধানমন্ত্রীকে বারবার দেখানো হয়েছে ক্যামেরায়।

তবে জয়ের পরে তামিম-সাকিব, মুষফিক, ইমরুলরা যেভাবে উদযাপন করলেন তা আগে দেখা যায়নি। তাসকিন আহমেদের এক ফেসবুক ভিডিওতে দেখা গেছে একটি টেবিলের চারপাশে দলের সকল খেলোয়াড়। তারা সকলেই একই সঙ্গে ওই টেবিলে ব্যাট দিয়ে আঘাত করছেন। আর সকলেই গাইছেন, আমরা করবো জয়, আমরা করবো জয়, আমরা করবো জয় একদিন….

ভিডিওতে দেখা যায় টাইগারদের সেই উদযাপনের এক পর্যায়ে ড্রেসিংরুমে ঢুকছেন বিসিবি সভাপতি নাজমূল হাসান পাপন।