অনলাইন প্রতিবেদক, ১৭ সেপ্টেম্বর ২০১৩:

কোরিয়ার অন্যতম বড় উৎসব ছুসকের ছুটি আগামীকাল শুরু হচ্ছে। ছুসকের ছুটির পাশাপাশি সাপ্তাহিক দুইদিন ছুটিসহ টানা পাঁচদিনের ছুটি কাটাবে কোরিয়ান সহ কোরিয়ায় বসবাসরত সকল বিদেশী।

chardike-ad

ছুসকের সময় মূলত কোরিয়ায় পরিবারিক মিলনমেলায় পরিণত হয়। পরিবারের সকল সদস্য একত্রিত হয়ে প্রার্থনা করে এবং খাবার পরিবেশন করে। ফলে সিউল থেকে সবাই গ্রামের দিকে ছুটে। এইজন্য ছুসকে প্রচন্ড জ্যাম থাকে।

811650_1_120তবে সময়ের পরিবর্তনে এখন অনেকেই ছুসকে পরিবারের সাথে মিলিত হওয়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। এবারও তার ব্যতিক্রম হবেনা। এবারের ছুসকে কোরিয়া থেকে সর্বোচ্চ পরিমাণে বিদেশ ভ্রমণে যাচ্ছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো।