মানুষের জীবনে নানারকম মোড় আসে। আসে পরিবর্তন। প্রতিটি পরিবর্তন আসার পেছনে কিছু কার্য-কারণ সম্পর্ক থাকে। থাকে ঘটনার পরম্বরা। একেক বাঁকে জীবন একেক রকম। সাকিব আল হাসানের ক্ষেত্রে তার ব্যতিক্রম নয়। তিনি তারকা হলেও তার জীবনেও আছে বাঁক বদলের ঘটনা। তার জীবনেও ঘটেছে নানা পরিবর্তন। যেমনটা আজ রোববার জানালেন। তার ক্যারিয়ার এতোদূর আসার পেছনে তার স্ত্রীর ভূমিকার কথা স্বীকার করেছেন। আর মেয়ের আগমণে তার জীবনটাই বদলে গেছে বলে জানিয়েছেন।
১২ বছরের ক্যারিয়ারে সাকিবের প্রাপ্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রাপ্তি বলতে আমার বউ আর বাচ্চা। আমার ক্যারিয়ার এতদূরে আসার পেছনে বউয়ের অনেক বড় অবদান আছে। বাচ্চা আসার পর থেকে তো পুরো লাইফটাই চেঞ্জ হয়ে গেছে।’
লম্বা ক্যারিয়ারে অপ্রাপ্তি কতটুকু? সাকিব বলেন, ‘অপ্রাপ্তি তো দেখি না। বাংলাদেশ দল যা করেছে সবই প্রাপ্তি আমাদের। দুইটা ট্রফি পেলে ভালো হতো। যেহেতু আমরা দুইটার ফাইনালে গিয়েছি। সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। আমাদের উন্নতির ধারাটা উর্ধ্বমুখী। আশা করি ভবিষ্যতে ট্রফি জিতব।’