Search
Close this search box.
Search
Close this search box.

kimউত্তর কোরিয়া ওয়াশিংটনকে সতর্ক করে দিয়ে বলেছে, দেশটি আমেরিকা ছাড়া আর কোনো দেশে হামলা চালানোর জন্য পরমাণু অস্ত্র তৈরি করেনি। পিয়ংইয়ং আরো বলেছে, মার্কিন সরকারের অনুগত পশ্চিমা গণমাধ্যম এ ব্যাপারে বিভ্রান্তি ছড়িয়ে আরো কিছু দেশকে ভীত সন্ত্রস্ত করে তুলতে চায়। কিন্তু উত্তর কোরিয়ার হামলার একমাত্র টার্গেট আমেরিকা।

উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের মুখপত্র হিসেবে পরিচিত দৈনিক রডং সিনমুন আজ এক নিবন্ধে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে। এটি আরো বলেছে, অন্য কোনো দেশ যদি পিয়ংইয়ং বিরোধী তৎপরতায় আমেরিকার সঙ্গে জোট না বাধে তাহলে সেসব দেশের কোনো ভয় নেই।

chardike-ad

উত্তর কোরিয়া এর আগে ঘোষণা করেছে, আমেরিকার বিদ্বেষী নীতি এবং হামলা চালানোর হুমকির কারণে পরমাণু অস্ত্র তৈরি করতে বাধ্য হয়েছে পিয়ংইয়ং। দেশটি আরো বলেছে, আমেরিকা যাতে পরমাণু যুদ্ধ শুরু করতে না পারে সেজন্য আত্মরক্ষার স্বার্থে এই অস্ত্র তৈরি করেছে দেশটি।

শনিবার উত্তর কোরিয়া বেশ কিছু পোস্টার বিলি করেছে যাতে দেখা যাচ্ছে দেশটির ক্ষেপণাস্ত্র আমেরিকায় আঘাত হানছে।