Search
Close this search box.
Search
Close this search box.

kibriaসিডনির রকডেলে শুক্রবার এক বাংলাদেশি শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক অবস্থায় ধারণা প্রতিবেশীদের। তবে এখনও পর্যন্ত পুলিশের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। শিক্ষার্থীর নাম মুহাম্মদ কিবরিয়া বলে জানা গেছে।

প্রতিবেশীদের একজন জানিয়েছেন, কিবরিয়া ও কয়েকজন মিলে রকডেলের ওই বাসা ভাড়া নিয়ে একসঙ্গে থাকতেন। তাদের একজন ১৭ আগস্ট দুপুরের দিকে বাসায় ফিরে বারান্দায় কিবরিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ পোস্ট মোর্টেমের জন্য মর্গে নিয়ে যায়।

chardike-ad

কিবরিয়ার পৈতৃক বাড়ি চাঁদপুরে। তার বাবা বেঁচে নেই। অস্ট্রেলিয়া আসার আগে তিনি মাকে নিয়ে চট্টগ্রামে থাকতেন। সিডনির টেকনিক্যাল অ্যান্ড ফার্দার এডুকেশনের ইনফরমেশন টেকনোলজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তবে তার ফেসবুকের পোস্টে হতাশাজনক কিছু স্ক্রিনশট তার কাছের মানুষজন শেয়ার করেছেন।