Search
Close this search box.
Search
Close this search box.

senbag-newsনোয়াখালীর সেনবাগ পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরনো একটি ভবন ভাঙার সময় রডের পরিবর্তে বাঁশের ব্যবহার লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার এ ঘটনার পর শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। এ ঘটনার সাক্ষী হতে বিদ্যালয়ে জড়ো হন অনেকেই।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু নাছের ভিপি দুলাল জানান, নতুন একটি ওয়াশ রুম করার জন্য বিদ্যালয়ে প্রবেশের পাশে পরিত্যক্ত ভবনের জায়গাটি নির্বাচন করা হয়। ভবনটি আনুমানিক ৬০ থেকে ৬৫ বছর আগে নির্মাণ করা- যার নিচের অংশ পাকা ও ওপরের অংশে রয়েছে টিন।

chardike-ad

দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর বৃহস্পতিবার সকাল থেকে ভবনটি ভাঙার কাজ শুরু হয়। ভাঙার একপর্যায়ে দেখা যায়, ভবনের বিমগুলোতে রডের পরিবর্তে বাঁশের ব্যবহার করা হয়েছে। ঘটনাটি দেখে ভাঙার কাজে নিয়োজিত শ্রমিকরা অবাক হয়ে যান। তবে বাঁশের ফালিগুলো অনেকটা অক্ষত অবস্থায় দেখা যায়।

আবু নাছের ভিপি দুলাল ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিষয়টি প্রশাসনের কর্মকর্তাদেরসহ স্থানীয় সাংবাদিকদের জানান।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো. শাহাজাহান ঘটনাটি শুনেছেন বলে জানিয়েছেন।