জঙ্গিবাদ সমর্থন করি না, মুসলিম হওয়ার কারণেই আমাকে টার্গেট করা হয়েছে। জঙ্গিবাদে মদদ এবং আর্থিক প্রতারণা মামলায় অভিযুক্ত ইসলাম ধর্মের প্রচারক জাকির নায়েক এ ধরনের মন্তব্য করেছেন।
ধারণা করা হচ্ছে, ইন্টারপোলকে তার বিরুদ্ধে রেড কর্ণার নোটিশ জারি করতে বলার কারণে তিনি এই ধরনের মন্তব্য করেছেন। ২০১৬ সালে বাংলাদেশের ঢাকায় হলি আর্টিসানে হামলার মদদদাতা হিসেবে জাকির নায়েকের নাম উঠে আসে।
তারপর ওই বছরের ১ জুলাই তিনি ভারত থেকে পালিয়ে যান। এনআইএ ১১ মে ইন্টারপোল এবং সিবিআইকে চিঠি দিয়ে রেড কর্নার নোটিশ জারি করার জন্য অনুরোধ জানায়।
ভারত থেকে পালিয়ে গিয়ে জাকির নায়েক অনেকটা আড়ালেই রয়েছেন। বর্তমানে সৌদি আরবে নাগরিকত্ব নিয়ে তিনি থাকছেন বলে জানা গেছে।
ইতোমধ্যে তার বেশ কিছু সম্পদ বাজেয়াপ্তসহ কয়েক দফায় ভারত থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তবে কোনো বারই ভারতের আদালতে হাজির হননি নায়েক।
জাকির নায়েকের দাবি, আমি কোনো ভাবেই জঙ্গিবাদ সমর্থন করি না, কেবল মুসলিম হওয়ার কারণেই আমাকে টার্গেট করা হয়েছে। মুসলিম বলেই ভারতের গোয়েন্দা সংস্থাগুলো আমাকে টার্গেট করছে।
তিনি আরও বলেন, আমার ভাষণ বা বক্তব্য ‘জেহাদ’কে উসকানোর জন্য ছিল না। শান্তির জন্য সবসময় কথা বলেছি।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া