ব্রিটেনের বিরোধী লেবার দলের নেতা জেরেমি করবিন প্রধানমন্ত্রী থেরেসা মে’র সরকারকে হুঁশিয়ার করে বলেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিকার সম্ভাব্য যুদ্ধে লন্ডন যেন কোনোভাবেই জড়িয়ে না পড়ে।
পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিকার সামরিক উত্তেজনা সৃষ্টির প্রেক্ষাপটে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন। সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, পিয়ংইয়ং এবং ওয়াশিংটন যুদ্ধের খুব কাছাকাছি অবস্থায় রয়েছে।
ব্রিটিশ দৈনিক সানডে মনিটরে প্রকাশিত এক নিবন্ধে করবিন বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের হুমকি পাল্টা হুমকির কারণে পরিস্থিতি অনেক বেশি উত্তপ্ত হয়ে উঠেছে এবং যুদ্ধের বিপদ বেড়েই চলেছে। তিনি বলেন, “সমস্ত বিবেচনায় ও পুরো বিশ্বের নিরাপত্তার স্বার্থে সংলাপ এবং কূটনৈতিক তৎপরতার মাধ্যেমে যুদ্ধের বিরুদ্ধে চাপ সৃষ্টি করা উচিত। সম্ভাব্য এ যুদ্ধে ব্রিটিশ সরকারের জড়িয়ে পড়া কোনোভাবেই উচিত হবে না।”
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন এক টুইটার বার্তায় জানিয়েছেন, কূটনৈতিক উপায়ে আমেরিকা ও উত্তর কোরিয়ার মধ্যকার অচলাবস্থা নিরসনের জন্য ওয়াশিংটন এবং তার মিত্রদের সঙ্গে লন্ডন কাজ করছে। জনসনের এ বক্তব্যের পর করবিন তার নিবন্ধে যুদ্ধের বিরুদ্ধে ব্রিটিশ সরকারকে হুঁশিয়ার করলেন।