উত্তর কোরিয়া ইস্যুতে অনেকটা বিভ্রান্তিকর অবস্থান নিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এবং প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে একের পর এক যুদ্ধের হুমকি দিলেও তারা দুজন বলছেন কূটনৈতিক সমাধানের কথা।
দুই মন্ত্রী গতকাল (রোববার) ওয়াল স্ট্রিট জার্নালে এক নিবন্ধে বলেছেন, “উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিকা আলোচনা করতে চায়।” এ নিবন্ধে পিয়ংইয়ংয়ের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচি মোকাবেলার কথা বলা হয়েছে। তবে তারা দুজন ওই নিবন্ধে ট্রাম্প প্রশাসনের অবস্থান পরিষ্কার করতে ব্যর্থ হয়েছেন। তারা বরং জটিল পরিস্থিতি নিয়ে জল্পনা বাড়িয়ে দিয়েছেন।
টিলারসন ও ম্যাটিস আরো বলেছেন, কোরিয় উপদ্বীপকে পরমাণু নিরস্ত্রীকরণ করার জন্য তারা এ অঞ্চলের মানুষের জীবনের কোনো ক্ষতি না করে উত্তর কোরিয়ার বিরুদ্ধে শান্তিপূর্ণ চাপ সৃষ্টির প্রচারণা চালাতে চান। নিবন্ধে তারা দাবি করেছেন, বহুসংখ্যক সামরিক কর্মকর্তাও এ কূটনৈতিক প্রক্রিয়ার প্রতি সমর্থন দিয়েছেন।