Search
Close this search box.
Search
Close this search box.

woman-shopingকলকাতা ঘুরতে গেছেন আর একটু কেনাকাটা হবে না এ যেন হতেই পারে না। অনেকেই শুধু কেনাকাটা করতেই কলকাতা যান। সস্তায় ভালো মানের পোশাক, জুতা আর গয়নার জন্য প্রসিদ্ধ কলকাতায় কোথায় কি পাবেন সেটা জানা না থাকলে কিন্তু গাঁটের টাকা খরচ হবে ঠিকই কিন্তু মনের সাধ মিটবে না। তাই জেনে নিন বিস্তারিত-

* আমাদের দেশের মতো কলকাতায় আছে একটি নিউ মার্কেট। অনেকেই জানেন সেটা। যারা জানেন না তারা কেনাকাটা না করতে চাইলেও ঘুরে আসতে পারেন। বেশ ঘিঞ্জি, বড় এলাকা জুড়ে এই মার্কেট। অবশ্যই দরদাম করে কেনাকাটা করবেন। নানান স্টাইলের ফতুয়া, টপস, জুতা থেকে শুরু করে সবই পাবেন এখানে।

chardike-ad

* তাঁতের শাড়ি, সিল্কসহ ট্রাডিশনাল জিনিসগুলো পাবেন গড়িয়াহাটের মার্কেটে।

* উত্তর কলকাতায় পাবেন সস্তায় রকমারি জিনিসপত্র। জামাকাপড়ের বিশাল আয়োজন দেখতে চলে যান হাতিবাগান মার্কেটে।

* দক্ষিণাপণ মার্কেটে যাবেন হাতের কাজের পোশাক কিনতে হলে। ঘর সাজানোর জনিসপত্র, ট্রেন্ডি জাংক গহনা এসবের জন্যও খ্যাতি আছে এই জায়গার।

* শ্রীরাম আর্কেডে পাবেন ঝলমলে আধুনিক পোশাক। পার্টি, বিয়ে এসব কিছুর জন্য উপযোগি শাড়ি, লেহেঙ্গার সম্ভার আছে এখানে।

* ট্রেজার আইল্যান্ডে চলে যান কম বাজেটে চমৎকার সব পোশাক পেতে। হাতের কাজ থেকে শুরু করে ঝলমলে রকমারি আয়োজন পাবেন এখানে।

* সিম্পার্ক মলে পাবেন নারীদের ভালো মানের ব্যাগ আর জুতো। ব্রান্ডের কপি পণ্যগুলো পাবেন এখানে।

* পোশাকের জন্য আরও যেতে পারেন থিয়েটার রোডের ইমামি মার্কেটে। প্রচুর পোশাক, ভালো মানের জুতো এবং গহনার বিপুল সম্ভার পাবেন এখানে।

* মেট্রো প্লাজাও শপিং এর জন্য খ্যাত। হো চি মিন সরণীতে অবস্থিত এই মেট্রো প্লাজা। দেশি-বিদেশি জামা, জুতো, গয়না পাবেন না এমন জিনিস নেই এখানে। ৩য় তলায় আছে অসংখ্য জুতার দোকান।

* নিউ বি কে মার্কেটে চলে যান থাই গয়নার খোঁজে।

* এরপরও কেনাকাটা করবেন? হতাশ হবার কিছু নেই। চলে যান শেক্সপিয়ার সরণীতে। কলকাতার প্রথম এসি মার্কেট এটি।

* এছাড়া পার্ক স্ট্রিটে আছে আরও অনেক শপিং মল। যেতে পারেন সেখানেও।