Search
Close this search box.
Search
Close this search box.

haji-deathচলতি বছর পবিত্র হজব্রত পালন করতে এসে সৌদি আরবে শুক্রবার পর্যন্ত ৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

মৃত হজযাত্রীরা হলেন, রাজবাড়ী জেলার মোঃ আব্দুল রাজ্জাক (৭৫) পাসপোর্ট নং BN0607026, বরিশাল জেলার মুলাদী উপজেলার ফরিদ উদ্দিন (৬২) তার পাসপোর্ট নং BM0953555 এবং নেত্রকোনা সদর উপজেলার খন্দকার এ আর এম ইউসুফ তার পাসপোর্ট নং BM0923253। তারা সবাই মক্কায় মারা গেছেন।

chardike-ad

হজ মন্ত্রণালয়ের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পর্যন্ত ৩৩,৬২৮ জন বাংলাদেশি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে ৩,৩৩৭ জন সরকারী ব্যবস্থাপনা এবং ৩০,২৯১জন বেসরকারী ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

চলতি বছর চাঁদ দেখা সাপেক্ষে ১ সেপ্টেম্বর, ২০১৭ পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।