বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বেশিরভাগ বিশ্ববিদ্যালয় স্থান দখল করেছে। বিশ্বসেরা ৭টি বিশ্ববিদ্যালয় নিয়ে আজকের আয়োজন।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ইংল্যান্ড : এটি ১০৯৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ইংরেজি ভাষাভাষি দেশগুলোর মধ্যে অক্সফোর্ড সবচেয়ে পুরোনো বিশ্ববিদ্যালয়। এখন পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের ২৬ জন শিক্ষার্থী নোবেল জিতেছেন।
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, যুক্তরাষ্ট্র : ক্যালিফোর্নিয়ার প্যাসাডেনাতে ১৮৯১ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এখানকার ৩৪ জন সাবেক শিক্ষার্থী নোবেল পুরস্কার লাভ করেছেন।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র : এটি ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম বড় ক্যাম্পাস এই বিশ্ববিদ্যালয়টির। এখানের ২১ জন শিক্ষার্থী এ যাবত নোবেল জিতেছেন।
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য : ১২০৯ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এটি বিশ্বের চতুর্থ পুরোনো বিশ্ববিদ্যালয়। এ যাবত এখানকার ৯০ জন শিক্ষার্থী নোবেল জিতেছেন।
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এমআইটি, যুক্তরাষ্ট্র : এই বিশ্ববিদ্যালয়ের সাবেক ৮৫ জন শিক্ষার্থী নোবেল লাভ করেছেন। এর মধ্যে আছেন জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনান।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র : ১৬৩৬ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। এখানকার ৪৫ জন শিক্ষার্থী নোবেল জিতেছেন।
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র : এটি যুক্তরাষ্ট্রের অন্যতম পুরোনো বিশ্ববিদ্যালয়। ১৭৪৬ সালে এটি প্রতিষ্ঠিত হয়। এখানকার ৪০ জন শিক্ষার্থী এ যাবত নোবেল পুরস্কার লাভ করেছেন।