সৌদি আরবের পূর্বাঞ্চলের কাতিফ প্রদেশে সন্দেহভাজন সন্ত্রাসী হামলায় দেশটির এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার প্রদেশের আওয়ামিয়া শহরে পুলিশের সন্ত্রাসবিরোধী অভিযানের সময় ওই হামলায় আহত হয়েছেন আরও ছয়জন। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সন্ত্রাসী আস্তানা গুঁড়িয়ে দিতে গত মে মাস থেকে শিয়া মুসলিম অধ্যুষিত কাতিফে অভিযান পরিচালনা করে সৌদি আইন-শৃঙ্খলা বাহিনী। কাতিফের ২০০ বছরের পুরনো বাড়িঘরে সন্ত্রাসীরা আস্তানা গড়েছে এমন আশঙ্কায় ওই অভিযান শুরু হয়।
গত সপ্তাহের দুদিনে তেলসমৃদ্ধ কাতিফের আওয়ামিয়ায় সন্দেহভাজন সন্ত্রাসী আস্তানায় তল্লাশির সময় নিরাপত্তা বাহিনীর অভিযানে কমপক্ষে পাঁচজন নিহত হন। স্থানীয় মানবাধিকার কর্মী ও নিহত এক ব্যক্তির স্বজন এ তথ্য জানিয়েছেন।
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে বলছে, কাতিফের আল মুসাওয়ারা নামে পরিচিত আওয়ামিয়ায় পুলিশের অভিযানের সময় প্রজেক্টাইল বিস্ফোরণে এক কর্মকর্তা নিহত হয়েছেন। বিস্ফোরণে আহত হয়েছেন আরও ছয় কর্মকর্তা।
এসপিএ বলছে, আহতদের অবস্থা স্থিতিশীল। তবে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর গোলাগুলিতে স্থানীয় অনেক বাসিন্দা ও প্রবাসী কর্মী শহর ছেড়ে পালিয়েছেন বলে মানবাধিকার কর্মীরা জানিয়েছেন।