সুইজারল্যান্ড ছুটি কাটাতে গিয়ে হিজাব না পড়ে ও বিয়ার খাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিপাকে পড়েছেন আজাদেহ নামদারি নামে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের এক উপস্থাপিকা।
ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী অ্যালকোহল পান নিষিদ্ধ। ১৯৭৯ সাল থেকে ইরানে বিয়ার নিষিদ্ধ। এ ছাড়া ইসলামি রীতি অনুযায়ী পোশাক পরিধানের বিষয়টি কঠোরভাবে মেনে চলতে হয় ইরানে।
বিভিন্ন সময়ে হিজাব ও চাদরের বিষয়ে জোর প্রচারণাও চালিয়েছেন নামদারি। তবে হিজাব ছাড়া বিয়ার পানের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তাকেই এখন কঠিন সমালোচনার মুখে পড়তে হয়েছে। অনেকে তাকে ভণ্ড বলেও আখ্যায়িত করেছেন।