Search
Close this search box.
Search
Close this search box.

Missile-testএক মাসের মধ্যে উত্তর কোরিয়ার দুটি ব্যালিস্টিক মিসাইল পরীক্ষায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। এ পরীক্ষা চালানোর মাধ্যমে উত্তর কোরিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এ সংক্রান্ত রেজ্যুলেশন ভঙ্গ করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে ডিপিআরকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সম্পূর্ণ অবজ্ঞা প্রদর্শন করেছে এবং এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই সংক্রান্ত প্রস্তাবের প্রতি দেশটির আনুগত্যের বরখেলাপ।

chardike-ad

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শান্তি ও স্থিতিশীলতার প্রতি সমর্থন পুনব্যক্ত করে পূর্ব-এশিয়া ও অন্যান্য অঞ্চলে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে পারে এমন কোনো পদক্ষেপ না নেয়ার জন্য বাংলাদেশ উত্তর কোরিয়াকে আহ্বান জানিয়েছে।

এর আগে ২০১৬ সালের জানুয়ারিতে পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছিল উত্তর কোয়াির। তার প্রেক্ষিতে সে সময়ে উদ্বেগ প্রকাশ করেছিল বাংলাদেশ। দেশটির এ ধরনের পরীক্ষা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭১৮, ১৮৭৪, ২০৮৭ এবং ২০৯৪ রেজুলেশনের লঙ্গণ।

এনপিটি এবং সিটিবিটি স্বাক্ষরকারী দেশ বাংলাদেশ পারমাণবিক অস্ত্রবিস্তার রোধ ও নিরস্ত্রীকরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।