Search
Close this search box.
Search
Close this search box.

Joyaবিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা বাঙালি কীর্তিমানদের পুরস্কৃত করে থাকে কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা। এবার ‘আনন্দবাজার সেরা বাঙালি-২০১৭’র সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ চিত্রনায়িকা জয়া আহসান। গতকাল শনিবার এক জমকালো অনুষ্ঠানে দুই বাংলায় জনপ্রিয় এই অভিনেত্রী হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

সেরা বাঙালির পুরস্কারটি পাওয়ার পর আনন্দে আটখানা জয়া আহসান। নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে রোববার সকালে জয়া তার অনুভূতি প্রকাশ করেছেন। জয়া লিখেছেন, ‌‘আমি বাঙালি, আমার বড় পরিচয়। আমার এই পরিচয়টিকে এবিপি আনন্দ সম্মান জানিয়ে এবারের ‘সেরা বাঙালি’ পুরস্কারে ভূষিত করেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এ সম্মান পাবার আমি এখনো পুরোপুরি যোগ্য নই। অভিনয় স্কুলে মাত্র অ, আ, ক, খ শিখতে শুরু করেছি। তারপরও যে কোনো স্বীকৃতি এটি অন্তত নিশ্চিত করে, আমি ভুল পথে নেই।’

chardike-ad

তিনি আরও বলেন, ‘হাজার বছরের বাঙালি সংস্কৃতির সমৃদ্ধি সাধনে যে শিল্পী ও সংস্কৃতি কর্মীরা ত্যাগ ও নিরলস কর্ম করে গেছেন আমিও তাদের মতোই একজন নিরলস কর্মী মাত্র। আমার আগে এই সম্মানে যারা ভূষিত হয়েছেন তাদের কাতারে নিজেকে দেখতে পেয়ে নিজেকে ধন্য মনে করছি।’

জয়া ছাড়াও খেলাধুলার পাশাপাশি অন্যান্য কাজে অবদান রাখার জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে সেরা বাঙালির সম্মাননা দেয়। জয়ার হাতে সেরা বাঙালির পুরস্কার তুলে দেন কলকাতার বরেণ্য অভিনেতা প্রসেনজিত।