শিক্ষার উন্নয়নে প্রশিক্ষণ নিতে মালয়েশিয়ার নটিংহাম বিশ্ববিদ্যালয়ে গেছেন ১০০ কলেজ শিক্ষক। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে সিইডিপি প্রকল্পের আওতায় শনিবার রাতে তারা দেশ ত্যাগ করেন। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রাথমিকভাবে তিন সপ্তাহের প্রশিক্ষণে অংশ নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলেজসমূহ থেকে ১০০ শিক্ষকের প্রথম দল শনিবার রাতে মালয়েশিয়ান এয়ারলাইন্সযোগে ঢাকা ত্যাগ করেন।
উল্লেখ্য, সিইপিডি প্রকল্পের আওতায় মালয়েশিয়ায় ৭০০ কলেজ অধ্যক্ষ, ৩০০ মাস্টার ট্রেইনার এবং সাড়ে ১৫ হাজার কলেজ শিক্ষকসহ মোট সাড়ে ১৬ হাজার শিক্ষক এ প্রশিক্ষণে অংশ নেবেন। পর্যায়ক্রমে তারা মালয়েশিয়া যাবেন।