প্রখ্যাত ইসলামপ্রচারক জাকির নায়েককে অপরাধী ঘোষণা করা হয়েছে। তার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এনআইএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, মুম্বইয়ের এক বিশেষ আদালত জাকির নায়েককে অপরাধী ঘোষণা করেছে। এরপরেই ফৌজদারি বিধির ৮৩ নম্বর ধারা অনুসারে জাকির নায়েকের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করা হয়েছে।
গত বছরের ১ জুলাই বাংলাদেশের গুলশনে হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় জড়িতদের কেউ কেউ জাকির নায়েকের বক্তব্যে অনুপ্রাণিত ছিল বলে অভিযোগ ওঠে। এরপরপরই তার বিরুদ্ধে ভারতের একের পর এক অভিযোগ আনা হতে থাকে।
গত বছরের ১৮ নভেম্বর জাকিরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করে এনআইএ। জাকিরের সংস্থা ইসলামিক রিসার্চ অর্গানাইজেশনকে বেআইনি সংস্থা ঘোষণা করে সরকার।
তবে জাকির নায়েক এর আগেই ভারত ত্যাগ করেছিলেন। তিনি সৌদি আরবে রয়েছেন বলে অনেকে মনে করে থাকে। তিনি অবশ্য তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেছেন।