‘বাবা বাবা আমাদের ময়না পাখিটা না…’ এই সংলাপটি দিয়ে বাংলাদেশের টিভি দর্শকের নজর কেরেছিলেন শিল্পী জুটি দােয়েল ও সুব্রতর মেয়ে দীঘি। তাকে বলা যায় বাংলাদেশের তুমুল জনপ্রিয় শিশুশিল্পী। বিজ্ঞাপন ও চলচ্চিত্রে একাধারে শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন তিনি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
মায়ের মৃত্যুর পর মিডিয়া থেকে দূরেই সরে গিয়েছেন তিনি। মন দিয়েছেন নিজের পড়ালেখায়। মায়ের স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছেন। যদিও এরমধ্যে বেশ কয়েকবার তার চলচ্চিত্রে ফেরার গুঞ্জনও শোনা গেছে। তবে সাম্প্রতিক সময়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট নানান অনুষ্ঠানে অংশ নিতে দেখা যাচ্ছে এক সময়কার এ ক্ষুদে তারকাকে। শোনা যাচ্ছে ২০২০ সালে বড় পর্দায় নায়িকা হয়েই ফিরবেন তিনি। বর্তমানে স্ট্যামফোর্ড স্কুলে ক্লাস নাইনে পড়ছে দীঘি। ২০১২ সালে ‘দ্য স্পিড’ ছবিটিই ছিল দীঘির সর্বশেষ অভিনীত সিনেমা।