আফগানিস্তানের রাজধানী কাবুলে এক গাড়িবোমা হামলায় সরকারি কর্মকর্তাসহ অন্তত ২৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে আরও ৪২ জন। হামলার ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুষ্কৃতকারীরা আজ সোমবার স্থানীয় সময় সকালে কাবুলের পশ্চিমাঞ্চলে সরকারি কর্মকর্তাদের বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে বোমা হামলা করে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ জানান, সকালে ব্যস্ত সময়ে আমাদের মন্ত্রণালয়ের কর্মীদের বহনকারী বাসটিতে হামলা চালানো হয়।
এতে এখনো কোনো জঙ্গি গোষ্ঠী দায়স্বীকার করেনি। কিন্তু একে তালেবানের কর্মকাণ্ড বলেই সন্দেহ করছে সংশ্লিষ্টরা।