farukমালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় মো. ইসমাইল ফারুক (৫১) নামে বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুলাই) বেলা ১১টায় মালয়েশিয়ার জহুরবারু তাঞ্জুং লাংসা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের কেএমইউ নামের একটি কোরিয়ান ফ্যাক্টরিতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক ওই ফ্যাক্টরিতে প্রায় এক বছর ধরে কর্মরত ছিলেন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফারুকের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার সুন্দ্রাম গ্রামে। তার বাবার নাম মৃত তাজুল ইসলাম।

chardike-ad

এ বিষয়ে ফ্যাক্টরি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার মো. জিনিন বিন ওমর মায়া জানান, ফারুক কাজ করার সময় সেফটি সামগ্রী ব্যবহার করেনি এবং তার অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটে। ফ্যাক্টরির পক্ষ থেকে তাকে ২৫ হাজার রিংগিত ক্ষতিপূরণ দেয়া হবে। নিহত ফারুকের মরদেহ আগামী মঙ্গলবার দেশে পাঠানো হবে।