Search
Close this search box.
Search
Close this search box.

uk-japanব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা থামাতে জাপানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অবস্থান নেবে যুক্তরাজ্য। শুক্রবার এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ।

জাপান সফররত বরিস জনসন শুক্রবার টোকিওতে বলেন, কূটনৈতিকভাবে ও নিষেধাজ্ঞা আরোপ করে উত্তর কোরিয়ার ওপর চাপ বাড়াতে হবে। উত্তর কোরিয়াকে আলোচনায় বসাতে চীনকে নিজের প্রভাব খাটাতে হবে।

chardike-ad

তিন দিনের জাপান সফরে জনসন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে, পররাষ্ট্রমন্ত্রী এবং টোকিওর গভর্নরের সঙ্গে বৈঠক করেছেন। উত্তর কোরিয়ার প্রথমবারের আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে জনসন বেপরোয়া প্ররোচনা হিসেবে আখ্যায়িত করেছেন।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কূটনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা এবং অলিম্পিক নিয়ে সহযোগিতা বৃদ্ধি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। সূত্র: ফক্স নিউজ।