২ সেপ্টেম্বর, সউল:
উত্তর ও দক্ষিণ কোরিয়ার একটি কমিটি কেসং যৌথ শিল্পাঞ্চল খুলে দেয়ার লক্ষ্যে আজ (সোমবার) প্রথমবারের মতো বৈঠকে মিলিত হয়েছে। উভয় কোরিয়ার মধ্যে সামরিক উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এপ্রিলে এ শিল্পাঞ্চল বন্ধ করে দেয়া হয়।
উত্তর ও দক্ষিণ কোরিয়ার প্রত্যেকের পক্ষ থেকে পাঁচজন করে সদস্য নিয়ে কমিটি গঠন করা হয়। কেসং এর স্থানীয় সময় সকাল ১০টায় উভয়পক্ষ আলোচনা শুরু করে। সউল ছাড়ার প্রাক্কালে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদলের প্রধান কিম কি উঙ বলেন, ‘কেসং পুনরায় খুলে দেয়ার বিষয়ে আমরা যথাসাধ্য চেষ্টা করবো। যেখানে আমাদের কারখানাগুলো শান্তিপূর্ণ পরিবেশে কার্যক্রম চালিয়ে যেতে পারে।’
উভয় কোরিয়ার মধ্যে সহযোগিতার নিদর্শন হিসেবে ২০০৪ সালে উত্তর কোরীয় সীমান্তে এ শিল্পাঞ্চল প্রতিষ্ঠিত হয়। এপ্রিলে উত্তর কোরিয়ার তৃতীয় পরমাণু পরীক্ষা চালানোকে কেন্দ্র করে উভয়দেশের মধ্যে সামরিক উত্তেজনা তীব্রতর হয়। এ বাস্তবতায় পিয়ংইয়ং তার ৫৩ হাজার শ্রমিক সরিয়ে নিলে কার্যত বন্ধ হয়ে যায় এ শিল্পাঞ্চল।
উল্লেখ্য, কেসংএ দক্ষিণ কোরিয়ার ১২৩টি কারখানা রয়েছে। সূত্র: এএফপি/নতুনবার্তা