Search
Close this search box.
Search
Close this search box.

biman-crashচট্টগ্রামের সাতকানিয়ায় পাহাড়বেষ্টিত লোহাগড়া সীমান্তে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) বিকেল পৌনে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা জানান, বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ সময় বিমানটিতে আগুন ধরে যায়। তবে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী প্যারাসুটের সাহায্যে নিরাপদে অবতরণ করতে সক্ষম হন।

chardike-ad

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান জানান, থানা থেকে আনুমানিক ১৫-২০ কিলোমিটার দূরে হরিদারঘোনা এলাকায় পাহাড়ের পাদদেশে বিমানটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে ওসি তদন্ত মোহাম্মদ হোসেনের নেতৃত্বে পুলিশ রয়েছে।