Search
Close this search box.
Search
Close this search box.

malindo-airআগামী ৮ মাস মাত্র ১২ হাজার ৬শ’ টাকায় কুয়ালালামপুর ভ্রমণের অফার দিয়েছে মালিন্দো এয়ারলাইন্স। কোনো রকম শর্ত ছাড়াই মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর যেতে পারবেন চলতি মাসের ১৫ তারিখ থেকে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত। আর টিকিট কেনার সময়সীমা নির্ধারণ করা হয়েছে এখন থেকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত।

জানা গেছে, কেবল ঢাকা-কুয়ালালামপুর রুটেই নয়, ব্যাংকক, সিঙ্গাপুর, জাকার্তা, বালি, কলম্বো, পেনাং ও হো চি মিন সিটিতেও যেতে পারবেন ১৩ হাজার ২শ’ টাকায়, বিজনেস ক্লাসে। এছাড়া লঙ্কাইউ, বালি ও হ্যানয়ে যাওয়া যাবে ২০ হাজার ২শ’ টাকায়। এই রুটে বিজনেস ক্লাসের ভাড়া ৪০ হাজার ৩শ’ টাকা।

chardike-ad

ঢাকা-কুয়ালালামপুরের রিটার্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ২শ’ ৮৬ টাকা। বিজনেস ক্লাসে ২৭ হাজার ৮শ’ টাকা মালিন্দো এয়ারের জিএসএ-জেনারেল সেলস এজেন্ট টুন এভিয়েশনের কর্মকর্তা রেজাউল করিম বলেন, মালিন্দো এয়ার সবচে কম ভাড়ায় সবচে ভালো যাত্রীসেবা দিয়ে আসছে। যে কারণে মালিন্দোর ফ্লাইট সবসময় ফুল যায়। তিনি বলেন, ঢাকা-কুয়ালালামপুর রুটে এই এয়ারলাইন্সের একটি রুটও খালি যায় না।