Search
Close this search box.
Search
Close this search box.

nazmul-nurulসৌদি আরবের রিয়াদে হৃদরোগে আক্রান্ত হয়ে একদিনেই দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। তারা হলেন- নুরুল ইসলাম (৪২) ও নাজমুল সিকদার (৩০)।

নাজমুল সিকদারের বন্ধু জসীম উদ্দিন জানান, নাজমুল সিকদার ১৮ মাস আগে সৌদিতে যান। পরিবারের তিনিই একমাত্র সন্তান এবং তার বাবাও মালয়েশিয়া প্রবাসী।

chardike-ad

তিনি আরও জানান, নুরুল ইসলামের বাড়ি বন্দর নগরী চট্টগ্রামে এবং নাজমুল সিকদারের বাড়ি টাঙ্গাইলের বাসাইল থানার ডুমনী গ্রামে। বর্তমানে তাদের দু’জনের মরদেহ রিয়াদের স্থানীয় হাসপাতাল সমেছির মর্গে রাখা হয়েছে।