Search
Close this search box.
Search
Close this search box.

zimbabweসিকান্দার রাজার অলরাউন্ড নৈপুণ্যে পঞ্চম ও শেষ ওয়ানডেতে ৩ উইকেটে জিতে প্রথমবারের মতো শ্রীলঙ্কার সাথে সিরিজ জিতল জিম্বাবুয়ে। সোমবার ৩-২ ব্যবধানে সিরিজ জেতার আগে টেস্ট খেলুড়ে কোনো প্রতিপক্ষের বিপক্ষে জিম্বাবুয়ে শেষবার জিতেছিল সেই ২০০১ সালে বাংলাদেশের মাটিতে।

হাম্বানটোটার মাহিন্দা রাজাপাকসা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২০৩ রান করে শ্রীলঙ্কা। জবাবে ৩৮ ওভার ১ বলে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে।

chardike-ad

ছোট লক্ষ্য তাড়ায় মিরের সঙ্গে ৯২ রানের উদ্বোধনী জুটিতে দলকে দারুণ সূচনা এনে দেন হ্যামিল্টন মাসাকাদজা। দলকে ১ উইকেটে ১৩৭ রানের দৃঢ় ভিত দিয়ে ফিরেন এই উদ্বোধনী ব্যাটসম্যান। ৯টি চার ও একটি ছক্কায় ৭৩ রান করার পথে দেশের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে পৌঁছান পাঁচ হাজার রানে।

মালিঙ্গা মাসাকাদজাকে বিদায় করার পর যেন জেগে উঠে লঙ্কানরা। একে একে ফিরিয়ে দেয় ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, টারিসাই মাসাকান্দা, ম্যালকম ওয়ালার ও পিটার মুরকে। সতীর্থদের আসা যাওয়ার মধ্যে প্রতিরোধ গড়েন রাজা। অধিনায়ক ম্যালকম ওয়ালারকে নিয়ে দলকে এনে দেন ইতিহাস গড়া জয়। ছক্কায় দলকে জয় এনে দেওয়া ম্যাচ সেরা রাজা অপরাজিত থাকেন ২৭ রানে।

৪৭ রানে চার উইকেট নিয়ে দলকে জয়ের আশা দেখিয়েছিলেন আকিলা দনাঞ্জয়া। ৪৪ রানে ২ উইকেট নিয়ে তাতে দারুণ সহায়তা করেছিলেন মালিঙ্গা। কিন্তু দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজে শেষ হাসি হাসল অতিথিরাই।

ব্যাট হাতে দৃঢ়তা দেখানোর আগে প্রথম ইনিংসে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন রাজা। ইনিংস উদ্বোধন করতে নেমে ১০ ওভারে মাত্র ২১ রানে কুসল মেন্ডিস, উপুল থারাঙ্গা ও হাসারাঙ্গা ডি সিলভার উইকেট তুলে নেন তিনি।

শুরু থেকে নিয়মিত উইকেট হারানো লঙ্কানরা কখনও সেভাবে ধাক্কা সামলে উঠতে পারেনি। প্রথম চার ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্কে যান কেবল দানুশকা গুনাথিলকা (৫২)।

স্বাগতিকদের একমাত্র অর্ধশত রানের জুটি গড়ে উঠে অবিচ্ছিন্ন নবম উইকেটে আসেলা গুনারত্নে ও দুশমন্থা চামিরার মধ্যে। শেষ পর্যন্ত ৫৯ রানে অপরাজিত থাকেন গুনারত্নে। অধিনায়ক ক্রেমার ২ উইকেট নেন ২৩ রানে।

সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২০৩/৮ (ডিকভেলা ৩, গুনাথিলকা ৫২, মেন্ডিস ১, থারাঙ্গা ৬, ম্যাথিউস ২৪, গুনারত্নে ৫৯*, হাসারাঙ্গা ০, কুলাসেকারা ৫, দনাঞ্জয়া ৭, চামিরা ১৮*; রাজা ৩/২১, চটারা ১/৪৯, ক্রেমার ২/২৩, পোফু ০/৩৬, উইলিয়ামস ১/৪১, ওয়ালার ১/২১)

জিম্বাবুয়ে: ৩৮.১ ওভারে ২০৪/৭ (মাসাকাদজা ৭৩, মিরে ৪৩, মাসাকান্দা ৩৭, আরভিন ২, উইলিয়ামস ২, রাজা ২৭*, ওয়ালার ১, মুর ১, ক্রেমার ১১*; মালিঙ্গা ২/৪৪, কুলাসেকারা ০/২৫, গুনারত্নে ১/২৩, দনাঞ্জয়া ৪/৪৭, হাসারাঙ্গা ০/৪৫, চামিরা ০/১৬, গুনাথিলকা ০/২)