muhitদেশে রেমিটেন্স বাড়াতে শিগগিরই ফি কমানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আগামী মাস থেকে ফি কমানোর ইঙ্গিত দিয়ে তিনি বলেন, একটা অভিযোগ আছে- প্রবাসীদের দেশে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে অনেক বেশি ফি দিতে হয়। এই ফি আমরা কমিয়ে দেব। নাম মাত্র একটা ফি নেয়া হবে। যদি তাতে কিছুটা উন্নতি হয়।

শনিবার সকালে সিলেট নগরের নাইওরপুল মোড়ে সিটি কর্পোরেশন কর্তৃক নবনির্মিত ফোয়ারা উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।

chardike-ad

অর্থপাচার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, পাচার সারা দুনিয়াতেই হয়। তবে রেটস অব গ্রোথ (পাচারের হার) আমাদের একটু বেশি। এর জন্য আমরাও দায়ী।

এ সময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. আব্দুল মোমেন, সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আাসাদ উদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।