masumছেলের বাবা হওয়ার খবর শুনে মিষ্টি কিনতে গিয়ে সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এক বাংলাদেশি শ্রমিক। নিহতের নাম মাসুম আহমদ (৩৫)। মাসুম সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ময়না গুলপার গ্রামের আবু আহমদের ছেলে।

স্থানীয় সময় বুধবার রাতে জেদ্দার বাসা থেকে বাজারে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিহত মাসুমের সহকর্মী রফিক।

chardike-ad

তিনি জানান, “দেশ থেকে মোবাইল ফোনে সন্তান জন্ম নেওয়ার খবর পান মাসুম। বিয়ের দশ বছর পর ছেলে সন্তান হওয়ার খবর পেয়ে সহকর্মীদের জন্য মিষ্টি কিনতে বাজারে যাওয়ার পথে গাড়ি চাপা পড়েন তিনি।” নিহতের লাশ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান রফিক।