শিরোনাম দেখে হয়তো ভাবছেন, এমন হয় নাকি! রাজধানী ছাড়া দেশ হয় কিভাবে? দেশের সব প্রশাসনিক কাজকর্মই তো হয় রাজধানীতে। আর সেনাবাহিনী না থাকলে গুরুত্বপূর্ণ সময়ে জনগণের নিরাপত্তা দিবে কে? প্রশ্নগুলো স্বাভাবিক হলেও পৃথীবিতে কিন্তু এমন দেশ আছে।
নাম নাউরু, প্লিজ্যান্ট আইসল্যান্ড নামেও চেনানো হয় দেশটিকে। এই দেশের কোন সরকারি রাজধানী নেই। আবার সেনাবাহিনীও নেই!
প্রশান্ত মহাগাসরের মাইক্রোনেশিয়াতে অবস্থিত দেশটি। আয়তন মাত্র ২১ বর্গ কিলোমিটার। বসবাস মাত্র ১০ হাজার পরিবারের। অর্থাৎ বাংলাদেশের কয়েকটা গ্রামের সমান।
আয়তনের দিক থেকে পৃথিবীর তৃতীয় ক্ষুদ্রতম দেশ প্লিজ্যান্ট আইসল্যান্ড। আর জনসংখ্যার বিচারে পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম। এতো কমের কারণেই হয়তো রাজধানী এবং সেনাবাহিনীর দরকারই পড়ে না! প্রতিরক্ষার জন্য অস্ট্রেলিয়ার উপর নির্ভরশীল দেশটি।