কাতার সফরকারী নাগরিকদের পাসপোর্ট বাতিল করার নির্দেশ জারি করেছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্দেশে বলা হয়েছে, বাহরাইনের যেসব নাগরিক কাতার সফর করবেন, দেশটিতে বসবাস করবেন কিংবা অন্য দেশ হয়ে যারা কাতার সফর করবেন তাদের পাসপোর্ট বাতিল করা হবে।
বাহরাইনের একটি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, গত ৫ জুন মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তের আলোকেই স্বরাষ্ট্রমন্ত্রী রশিদ বিন আবদুল্লাহ আলে খলিফা এ নির্দেশ জারি করেছেন।
এতে আরো বলা হয়েছে- নির্দেশ অমান্যকারীদেরকে নতুন পাসপোর্ট করার জন্য আবেদন বাতিল করা হবে।
গত ৫ জুন সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত(ইউএই) ও মিশর পারস্য উপসাগরীয় দেশ কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে। এসব দেশ কাতারের সঙ্গে আকাশ, সমুদ্র ও স্থলপথের যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। এরপর বাহরাইন তার নাগরিকদের ওপর কাতার সফরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
এছাড়া কাতারের নাগরিকদেরকে বাহরাইন সফরের ওপর নিষেধাজ্ঞা আরো করেছে মানামা সরকার এবং বাহরাইনে বসবাসকারী কাতারি নাগরিকদের ১৪ দিনের মধ্যে দেশ ছাড়ার সময়সীমা বেঁধে দেয়া হয়। সূত্র: প্রেস টিভি