Search
Close this search box.
Search
Close this search box.

china-muslimরোজা রাখায় চীনের জিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিমদের ১০০ জনকে গ্রেপ্তার করেছে চীনা সরকার। এর আগে তাদের বিরুদ্ধে ধর্মীয় নিয়ম-কানুন পালনে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই মর্মে জারি করা নিয়ম লঙ্ঘন করায় এ ১০০ জনকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, উইঘুর মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন সময় নাশকতার অভিযোগ উঠেছে। সেই জেরে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।

chardike-ad

চীনা সরকারের জারি করা নিয়মের প্রতিবাদে বিক্ষোভে বার বার রক্তাক্ত হয়েছে জিনজিয়াং প্রদেশ। এমনকি উইঘুর সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসাত্মক আন্দোলন চালানোর অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, জিনজিয়াং প্রদেশটির সঙ্গে মিশে রয়েছে রাশিয়া, মঙ্গোলিয়া, কাজাখাস্তান, কিরঘিজস্তান, পাকিস্তান ও আফগানিস্তান ও ভারত।

বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে, জিনজিয়াং প্রদেশের উইঘুর সম্প্রদায়ের মধ্যে জঙ্গি নেটওয়ার্ক ছড়িয়ে দিয়েছে ইসলামিক স্টেট। বেশ কয়েকটি নাশকতার তদন্তে নেমে এসেছে এমনই তথ্য।