Search
Close this search box.
Search
Close this search box.

algeriaবাবাদিবসে ‘অনবদ্য’ কাণ্ড ঘটাল আলজেরিয়ায় বসবাসকারী এক বাবা। ফেসবুকে ‘লাইক’ পেতে হবে, তাই বহুতলের জানলা থেকে নিজের সন্তানকে হাতে ঝুলিয়ে ধরে ছবি তুললেন তিনি। সেই ছবি ফেসবুকে দিয়ে তাতে ‘ক্যাপশন’ লিখলেন, “১০০০ লাইক না হলে একে ফেলে দেব।”

সোমবার শেয়ার করা সে ছবিতে বাবা যখন ফেসবুকে হাজার লাইকের কথা ভাবছিলেন, তখন বাচ্চাটির মুখে ভয় আর বিস্ময়ের অভিব্যক্তি।

chardike-ad

এই ছবি দেখে অনেক ফেসবুক ব্যবহারকারী বাবার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ তোলেন। তাদের মতে, বেশি ‘লাইক’ পাওয়ার আশায় শিশুটিকে ঝুকিপূর্ণ অবস্থায় ফেলে দেয়া হয়। কোনোভাবে ১৫তলা ওই ভবনটির জানালায় ছবি তোলার সময় হাত ফসকে গেলে শিশুটির নিশ্চিত মৃত্যু হতো।

সাম্প্রতিক সময়ে সেলফি তোলার সময় বা ছবি তোলার সময় প্রাণহানির ঘটনা অহরহই ঘটছে। অনেক প্রাপ্তবয়স্ক ব্যক্তিও হালকা জনপ্রিয়তার আশায় এরকম অস্বাভাবিক কাজ করেন।

আলজিয়ার্সে ১৫তলা ভবনের জানালা দিয়ে শিশুটিকে ঝুলিয়ে ছবি তোলার অপরাধে আলজেরিয়ার আদালত বাবাকে শাস্তি দিয়েছে। সোমবার আদালত ওই বাবাকে দুই বছরের কারাদণ্ড দেয়।