ইয়েমেনে সৌদি আগ্রাসনের বিরুদ্ধে অভিনব উপায়ে প্রতিবাদ জানাচ্ছে লন্ডনের অধিবাসীরা। একদল প্রতিবাদী প্রজেক্টরের সাহায্যে সৌদি দূতাবাস ভবনে নানা বক্তব্য লিখে দিচ্ছে যা দর্শকদের মনে আঁচড় কাটছে।
কোনো কোনো ছবিতে বলা হয়েছে, ইয়েমেনে সৌদি গণহত্যা শুরুর পর ৮০০ দিন পার হয়ে গেছে। অবিলম্বে হামলা বন্ধ করা হোক। আরেকটি ছবিতে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধের জন্য ব্রিটেন ও আমেরিকার প্রতি আহ্বান জানানো হয়েছে।
প্রজেক্টরের সাহায্যে সৌদি দূতাবাসে দেয়ালে প্রদর্শিত আরেকটি ছবিতে লেখা আছে, সৌদি হামলার কারণে ৩৩ লাখ ইয়েমেনি এখন অপুষ্টিতে ভুগছে। এসব ছবির মাধ্যমে সৌদি আরবকেও সরাসরি বার্তা দেয়া হচ্ছে। শিশুদের করুণ অবস্থাও ফুটে উঠেছে এসব ছবিতে।
দেখুন ছবিতে-