Search
Close this search box.
Search
Close this search box.

china-planeইঞ্জিনে ত্রুটি নিয়ে চীনা একটি বিমান সিডনিতে অবতরণ করেছে। এমইউ-৭৩৬ ফ্লাইটের এমন চীনা বিমান সাংহাই শহরের উদ্দেশে অস্ট্রেলিয়ার সিডনি থেকে যাত্রা করেছিল। কিন্তু উড্ডয়নের এক ঘণ্টা পরেই পাইলট বিমানের ইঞ্জিনের ত্রুটির বিষয়টি বুঝতে পারেন। ফলে বিমানটি আবার সিডনি বিমানবন্দরে ফিরে যায়। খবর বিবিসির।

বিমানের যাত্রীরা জানিয়েছেন, তারা বিমানের ভেতরে কোনো কিছু পোড়ার গন্ধ পাচ্ছিলেন। পরে পাইলট বিমানটি আবার সিডনিতে ফিরিয়ে নিয়ে যান।

chardike-ad

এয়ারবাস এ-৩৩০ নিরাপদেই অবতরণ করেছে এবং বিমানের কোনো আরোহী আহত হয়নি। সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে বিমানের ইঞ্জিনের কেসিংয়ে একটি বড় গর্ত দেখা গেছে।

বিমানের বেশ কয়েকজন যাত্রী জানিয়েছেন, তারা বিমান উড্ডয়নের সময় ইঞ্জিন থেকে জোরে শব্দ শুনতে পেয়েছিলেন। এক যাত্রী জানিয়েছেন, ‘আমি সত্যিই খুব ভয় পেয়েছিলাম।’