ফেসবুকে লাইভে এলেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে এখন ইংল্যান্ডে রয়েছেন তিনি। সেখান থেকেই শুভেচ্ছা জানালেন ভক্তদের।
ফেসবুক লাইভে কথা বলছেন বাংলাদেশের সেমিফাইনাল নিয়ে। আজ সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টার দিকে হঠাৎ ফেসবুক লাইভে আসেন তাসকিন। সামনের ম্যাচে বাংলাদেশের জন্য দোয়া চাইলেন এই পেসার।
আগামী ১৫ জুন সেমিফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের। ওই ম্যাচকে সামনে রেখে আজ টাইগাররা অনুশীলন করেছেন। অনুশীলন শেষে ফেসবুক লাইভে আসেন তাসকিন।
তাসকিন জানালেন, সেমিফাইনালে নিজেদের সেরাটাই উজাড় করে দিতে প্রস্তুত টাইগাররা। লক্ষ্য একটাই, জয় নিয়ে মাঠ ছাড়বেন তারা। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলতে মুখিয়ে মাশরাফি বাহিনী।