চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশ ম্যাচে ভারতের বিপক্ষে ১৯১ রান করেছে দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী উইকেটে ৭৬ রানের জুটির পর ৪৪.৩ ওভারে অলআউট হয়েছে দলটি। ফলে ১৯২ রানের টার্গেটে ব্যাট করবে ভারত।
লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হয় ম্যাচটি। টস জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ভারতের অধিনায়ক বিরাট কোহলি। টুর্নামেন্টের বি গ্রুপের ৪ দলের পয়েন্ট সমান হওয়ায় এই ম্যাচকে অলিখিত কোয়ার্টার ফাইনাল বলে উল্লেখ করা হচ্ছে।
প্রথমে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেছিলেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান কুইন্টন ডি কক এবং হাশিম আমলা। তাদের জুটিতে আসে ৭৬ রান। ইনিংসের ১৭.৩ ওভারে আউট হন আমলা (৩৫)। দলীয় ১১৬ রানে ইনিংসের ২৪.২ ওভারে সাজঘরে ফেরেন ডি কক (৫৩)। এরপরই কমে যায় প্রোটিয়াদের রানের গতি। আর ধারাবাহিক বিরতিতে পড়তে থাকে প্রোটিয়াদের উইকেট।