Search
Close this search box.
Search
Close this search box.

easyzetস্লোভেনিয়া থেকে ব্রিটেনগামী বিমানে যাত্রীর সন্দেহজনক কথোপকথনের জেরে গতিপথ পাল্টে জরুরি অবতরণ করেছেন পাইলট। যাত্রীর আলোচনায় সন্ত্রাসী কথা-বার্তার ইঙ্গিত পাওয়ার পর বিমানের পাইলট অপরিকল্পিত অবতরণে বাধ্য হয়েছেন বলে বিবিসি জানিয়েছে।

শনিবার স্লোভেনিয়ার জাবজানা থেকে এসেক্স’র স্টানস্টেডে যাওয়ার কথা ছিল ইজি জেট এয়ার লাইন্সের ওই বিমানের। সন্ত্রাসী কথা-বার্তার জেরে বিমানটির গতিপথ পাল্টে জার্মানির কোলনের বন বিমানবন্দরে অবতরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে বিমানের যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।

chardike-ad

কোলনের বন বিমান্দরে অবতরণের পর বিমানের ১৫১ যাত্রীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়। এছাড়া ইজি জেটের ওই বিমানের ফ্লাইট তিন ঘণ্টার জন্য স্থগিত রাখা হয়।

স্কাই নিউজ বলছে, গ্রেফতারকৃত এক যাত্রীর একটি ব্যাগ বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছে পুলিশ। কোলন বন বিমানবন্দরের এক মুখপাত্র ইজি জেটের বিমানের অবতরণের তথ্য নিশ্চিত করেছেন।

মুখপাত্র বলেন, এর আগে পাইলট বিমানে সন্দেহজনক আলোচনা শুনতে পেয়ে বিমানবন্দর কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে কোলন-বনে অপরিকল্পিত অবতরণ করে বিমান।