আগামীকাল রবিবার দক্ষিণ কোরিয়ার আনসান মসজিদ ও ইসলামিক সেন্টারে আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে ইপিএস বাংলা কমিউনিটি। দুপুর দুইটা থেকে কোরআন তেলোয়াত প্রতিযোগিতার প্রাথমিক পর্ব শুরু হবে। আল মাইয়িদা মুসলিম মিটের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতা এবং ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণ কোরিয়াস্থ রাষ্ট্রদূত জুলফিকার রহমান। এছাড়া অন্যান্য বিভিন্ন দেশের কূটনীতিক, দূতাবাস কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি নেতৃবৃন্দসহ মুসলিমগণ ইফতার মাহফিলে যোগ দিবেন।
কোরআন তেলোয়াত প্রতিযোগিতায় ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ায় ইপিএস কর্মীদের নিয়ে কাজ করে প্রশংসা কুড়ানো এই সংগঠনটি। তারা জানিয়েছে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিশর, পাকিস্তান এবং কোরিয়া থেকে মোট ৬৫ জন প্রতিযোগী নিবন্ধন করেছে। নিবন্ধন করা প্রতিযোগীদের মধ্যে মোট দুই রাউন্ডে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডে সিলেকশন শেষে বাছাইকৃত দশজনকে নিয়ে ‘টপ টেন’ ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। সেরা দশজন থেকে বিচারকদের রায়ের ভিত্তিতে চ্যাম্পিয়ন, প্রথম রানার আপ ও দ্বিতীয় রানার আপ নির্ধারণ করা হবে। আকর্ষণীয় পুরস্কার হিসেবে থাকবে যথাক্রমে ৫লাখ, ৩লাখ এবং ২লাখ উওন।
ঠিকানাঃ আনসান ইসলামিক সেন্টার, 경기도 안산시 단원구 원곡동 741-5
সাবওয়ে’র আনসান স্টেশন থেকে নেমে মসজিদ পর্যন্ত ১০মিনিট হাটতে হবে।