Search
Close this search box.
Search
Close this search box.

Kanchanপবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন চলচ্চিত্রের সোনালী দিনের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন। আগামী ৯ জানুয়ারি (শুক্রবার) রাতের ফ্লাইতে মক্কার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা।

ওমরাহ হজে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়াস কাঞ্চন নিজেই। তিনি বলেছেন, ‌‘ওমরাহ পালনের জন্য নিয়ত করেছি। আমার অনেকদিনের ইচ্ছে পূরণ হতে যাচ্ছে। এই হজযাত্রা পালন শেষে সুস্থভাবে যাতে দেশে ফিরতে পারি সেজন্য সকলের কাছে দোয়া চাচ্ছি।’

chardike-ad

সবকিছু ঠিক থাকলে হজপালন শেষে ঈদের দুদিন আগে দেশে ফিরবেন ইলিয়াস কাঞ্চন।

এদিকে গতকাল ইলিয়াস কাঞ্চন শেষ করেছেন ‘ক্রাইম টাইম’ শিরোনামের একটি নাটকের শুটিং। যেখানে ইলিয়াস কাঞ্চনের সহশিল্পী ছিলেন রোজিনা, চম্পা প্রমুখ। নাটকটি আগামী ঈদে বাংলাভিশনে প্রচার হবে বলে জানা গেছে।

এছাড়া আগামীকাল পূবাইলে একটি বহুজাতিক পণ্য প্রতিষ্ঠানের ট্রাক্টরের বিজ্ঞাপনে অংশ নেবেন এই বরেণ্য অভিনেতা। সেখানে তার সহশিল্পী হিসেবে দেখা যাবে পপিকে। এই বিজ্ঞাপনটি নির্মাণ করবেন এ রহমান।