Search
Close this search box.
Search
Close this search box.

qatar-airlinesকূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ায় সৌদি আরব কাতার এয়ার ওয়েজের লাইসেন্স প্রত্যাহার করেছে। মঙ্গলবার দেশটির সিভিল এভিয়েশনের জেনারেল অথরিটি (জিএসিএ) লাইসেন্স প্রত্যাহারের এই ঘোষণা দেয়।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, লাইসেন্স বাতিলের পাশাপাশি কাতার এয়ার ওয়েজের কার্যালয় ৪৮ ঘন্টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। জিএসিএ’র এক বিবৃতিতে এই নির্দেশনা জারি করা হয়েছে।

chardike-ad

উপসাগরীয় অঞ্চলে সন্ত্রাসবাদের সমর্থনের অভিযোগ এনে সাতটি দেশ কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। এই দেশগুলো হলো সৌদি আরব, মিসর, বাহরাইন, আরব আমিরাত, লিবিয়া, ইয়েমেন ও মালদ্বীপ। তাদের অভিযোগ, বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে নানাভাবে সহায়তা করছে কাতার।

অন্যদিকে কাতার এধরণের অভিযোগ ভিত্তিহীন বলে অভিহিত করেছে। বরং, সাত দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের এই ঘটনাকে অন্যায় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে দেশটি।