Search
Close this search box.
Search
Close this search box.

pakistan-armyসীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর তাতা পানি সেক্টরে পাকিস্তানি সেনাদের হামলায় ভারতের পাঁচ সেনা নিহত হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে, ভারতীয় সেনাদের উসকানির জবাবে তারা গুলি চালায় এবং ওই সংঘর্ষে ভারতীয় কয়েকটি বাংকার ধ্বংস হয়েছে। গত বৃহস্পতিবার ভারতীয় সেনাদের গুলিতে ২ ব্যক্তি নিহত ও ছয়জন আহত হয়েছিল। বলা হচ্ছে- সে সময়ও বিনা উসকানিতে ভারতীয় সেনারা নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালায়। তবে এরা সামরিক নাকি বেসামরিক ব্যক্তি ইংরেজি দৈনিক ডনের খবরে তা পরিষ্কার করা হয় নি।

chardike-ad

গত বছরের শেষ দিক থেকে পাক-ভারত সীমান্তে ব্যাপক উত্তেজনা চলছে এবং দু পক্ষের মধ্যে গোলাগুলি ও হত্যার ঘটনা অনেকটা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। এছাড়া, গত বছরের সেপ্টেম্বর মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরি ঘাঁটিতে সন্ত্রাসী হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কূটনৈতিকভাবে পাকিস্তানকে একঘরে করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।