Search
Close this search box.
Search
Close this search box.

imranসুপ্রিম কোর্টের ভাস্কর্য সরানোকে কেন্দ্র করে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ মিছিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে স্লোগান দেয়ায়
বিক্ষোভের মুখে পড়েন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

এরপর থেকেই তাকে নিয়ে ক্ষোভ শুরু হয়। এক ছাত্রলীগ নেতা ইমরানকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগে পেলে ‘কুত্তার মতো’ পেটানোর ঘোষণা দিয়েছিলেন।

chardike-ad

এরই জের ধরে এবার ইমরানের জন্য ৫০০ পচা ডিম অর্ডার দিল ছাত্রলীগ। ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স তার ফেসবুকে অ্যাকাউন্টে এই তথ্য দিয়ে একটি পোস্ট দিয়েছেন।

শুক্রবার দেয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘মারধোর করে হিটখোর ইমরান-সনাতন’রে আর তালগাছের মাথায় চড়াবে না ছাত্রলীগ! ওদের জন্য ৫০০ পচা ডিমের অর্ডার দেয়া হইছে, ১০০ স্টকে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায় দেখামাত্র পচা ডিম ছোড়া হবে!! সাথে কেকা ফেরদৌসি আপার নুডুলসের তেহেরি ফ্রি!’