আগামীকাল রবিবার দক্ষিণ কোরিয়ার পাজু মসজিদে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া (বিসিকে)। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিউলস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত জুলফিকার রহমান। বিসিকে’র পক্ষ থেকে সকল প্রবাসীকে পরিবারসহ ইফতার মাহফিলে আমন্ত্রণ জানানো হয়েছে। মসজিদে মহিলাদের জন্যও সুব্যবস্থা থাকবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।
আলোচনা সভা ছাড়াও শিশুদের কোরআন তেলোয়াত এবং নও মুসলিমদের মধ্যে পবিত্র কোরআন বিতরণ করা হবে।
বাংলাদেশী প্রবাসী অধ্যুষিত এলাকা পাজুতে বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া প্রথমবারের মত ইফতার মাহফিলের আয়োজন করছে।
ঠিকানা: 경기도 파주시 월롱면 영태6 리 421-9, 031-946-2110
যেভাবে আসবেন: সাবওয়েতে জুংআং লাইনের (금촌역) গুমচ্ছন ষ্টেশন নেমে ১ নাম্বার গেইট দিয়ে বের হয়ে বেসিক ভাড়া দিয়ে পাজু মসজিদ চলে আসতে পারেন।