Search
Close this search box.
Search
Close this search box.

apurbaপাইলটের পোশাকে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তিনি বিমান চালাবেন। আর এই পাইলট অপূর্বকে দেখা যাবে ‘ব্যাচ ২৭’ নামের একটি নাটকে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান।

অপূর্ব বলেন, ‘পাইলটের চরিত্রে অভিনয় করতে গিয়ে কিছুটা হোমওয়ার্ক করতে হয়েছে। কারণ এমন চরিত্রে এই প্রথমবার কাজ করলাম। এই কাজ এবং চরিত্রটি আমার জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা।’

chardike-ad

‘ব্যাচ ২৭’ নাটকে অপূর্ব ছাড়াও অভিনয় করবেন মিথিলা এবং অপর্ণা ঘোষ। ইতোমধ্যে নাটকটির নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে নাটকটি।

নির্মাতা আরিয়ান জাগো নিউজকে বলেন, ‘বিমান বন্দরে শুটিং করেছি। নাটক বাস্তবসম্মত করতে বাজেটে কার্পণ্য করিনি। এছাড়া অপূর্ব ভাইও দারুণ খেটেছেন। সবমিলিয়ে কাজটি নিয়ে আমি খুব ভালো রেসপন্স পাব- এটা আশা করছি।